পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সরগরম গ্রাম বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েতে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন দু’ই সিপিএম প্রার্থী। সেই মামলায় কমিশনকে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
রাজ্য নির্বাচন কমিশনকে ‘স্বাধীন কমিটি’ গঠন করে গোটা বিষয়টির তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।