বাংলার শিয়রে পঞ্চায়েত নির্বাচন। এরমধ্যেই ঘোষণা হয়ে গেল আরও একটি নির্বাচনের দিনক্ষণ! জানা যাচ্ছে, রাজ্যসভায় বাংলার মোট ৭টি আসন ফাঁকা হতে চলেছে। আর সেই সমস্ত আসনেই ভোট নেওয়া হবে ২৪ জুলাই। মঙ্গলবার এমনটাই জানাল জাতীয় নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, অগাস্ট মাসেই খালি হচ্ছে তৃণমূলের দখলে থাকা রাজ্যসভার ৫টি আসন ও কংগ্রেসের দখলে থাকা ১টি আসন। এছাড়াও লুইজিনহো ফেলেইরো তৃণমূল ত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সবমিলিয়ে মোট ৭টি আসনে নির্বাচন হবে।
মনে করা হচ্ছে, অধিকাংশ আসনেই তৃণমূল পুরনো সাংসদদেরই মনোনয়ন দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ২/১টি আসনে নতুন মুখও আনা হতে পারে। অন্যদিকে, কংগ্রেসের হাতে থাকা রাজ্যসভার আসনটি এবার বিজেপি দখল করতে চলেছে। ফলে বাংলা থেকে বিজেপি সাংসদদের সংখ্যা আরও বাড়তে চলেছে।