Sambad Samakal

Abhishek: পঞ্চায়েতের পারফরম্যান্স খতিয়ে দেখবেন নিজেই! কী পরিকল্পনা অভিষেকের?

Jul 1, 2023 @ 4:46 pm
Abhishek: পঞ্চায়েতের পারফরম্যান্স খতিয়ে দেখবেন নিজেই! কী পরিকল্পনা অভিষেকের?

রাজ্যে পঞ্চায়েত ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শনিবার ফালাকাটায় পঞ্চায়েত ভোটের প্রচারসভা থেকেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানিয়ে দিলেন তিনি নিজেই প্রতিটি পঞ্চায়েতের কাজের পর্যালোচনা করবেন নির্দিষ্ট সময় অন্তর।

এদিন অভিষেক বলেন, “ভোটে জিতে কোনও পঞ্চায়েতের প্রধান যদি ভাবেন, মানুষের সঙ্গে যা ইচ্ছে করব, সেটা হবেনা। আমি নিজে প্রতি তিন মাস অন্তর ৬৪টা করে গ্রাম পঞ্চায়েতের কাজ পর্যালোচনা করব। মানুষের কাজ না করলে বাদ পড়বেন, আর ভালো কাজ করলে মেয়াদ আরও বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “কোনও প্রধান যদি মানুষকে পরিষেবা না দেয়, তাহলে সেই দায়দায়িত্ব আমার। আমি নিজে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। আবার ২ মাস পরে আলিপুরদুয়ারে আসব। আর এখনও যারা নির্দল হিসেবে লড়ছেন, দলে কিন্তু তাদের ফেরার পথ বন্ধ।”

Related Articles