Sambad Samakal

College Admission: শুরু স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া, আবেদনের শেষ দিন কবে?

Jul 1, 2023 @ 10:55 am
College Admission: শুরু স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া, আবেদনের শেষ দিন কবে?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় এক মাস পরে শুরু হল স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। শনিবার সকাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ বিভিন্ন কলেজের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে। এবছরই প্রথম চার বছরের স্নাতক স্তরের পাঠক্রম শুরু হতে চলেছে।

উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, আজ অর্থাৎ ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে মেধাতালিকা। ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ১ অগাস্ট থেকে শুরু হবে প্রথম সেমেস্টারের ক্লাস। এরপরেও আসন ফাঁকা থাকলে ৩১ অগাস্ট পর্যন্ত পড়ুয়াদের ভর্তি করা যাবে।

তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার এতদিন পরে চার বছরের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায়, আবেদনের সংখ্যা অনেকটা কমে যাওয়ার আশঙ্কা করছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ।

Related Articles