কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ভোট কেন্দ্রে থাকছেন না কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। শনিবার নয়া নির্দেশিকায় এমনটাই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
এদিন রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রুট মার্চ, নাকা চেকিং, মানুষের আস্থা ফেরানো, আন্তর্জাতিক ও রাজ্যস্তরের সীমানা রক্ষার কাজ করবেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। ভোটকেন্দ্রের নিরাপত্তা বা ওই জাতীয় কোনও কাজে লাগানো হবেনা কেন্দ্রীয় বাহিনীকে। তবে কোনও এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটলে রাজ্য পুলিশের সহায়তায় সেই হিংসা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত, ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তুলেছিল সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ ভোটকর্মীদের একাংশও। কিন্তু এদিনের নির্দেশিকায় কার্যত সেই দাবি নস্যাৎ করে দিল রাজ্য নির্বাচন কমিশন।