১৯১৬ সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের প্রাণিবিদ্যা সর্বেক্ষণ বা জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে দেশের প্রথম সারির বৈজ্ঞানিক সংস্থা হল জেডএসআই। সংস্থার ১০৮ তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে, শনিবার কলকাতার নিকোপার্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদব উদ্বোধন করলেন তিনদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের।
এদিন নিজের উদ্বোধনী ভাষণে, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণে জুলজিকাল সার্ভের গুরুত্বের কথা তুলে ধরেন। বিশেষ করে, বন্যপ্রাণী সুরক্ষা আইনের সাম্প্রতিকতম সংশোধনীতে সংস্থার ভূমিকার কথা স্মরণ করেন। এই অনুষ্ঠানে মোট ৬টি বই প্রকাশিত হয়। যার মধ্যে রয়েছে, প্রাণী আবিষ্কার: নতুন প্রজাতি এবং নতুন রেকর্ড ২০২২, উদ্ভিদ আবিষ্কার ২০২২, ভারতের ৭৫টি রামসার জলাভূমির প্রাণি বৈচিত্র্য নথিকরণ, ভারতের জুওলজিক্যাল সার্ভের রেকর্ড এটিএস ২০২৩, ৭৫ ভারতের স্থানীয় পাখি, ভারতের প্রাণীজগত ১০৮ ডিএনএ সিকোয়েন্স।
বর্ষপূর্তী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে, এদিন ভুটান সরকার, আইআইটি যোধপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণামূলক সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। বিশ্ব পরিবেশ দিবস, মিশন লাইফ ও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।