পঞ্চায়েত ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তার আগেই ফের উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মোল্লা। এলাকায় শাসক দলের সক্রিয় যুব কর্মী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। মৃতের পরিবারের সদস্যরা এই খুনের ঘটনায় শাসক দলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও দলীয় কোন্দলের কথা অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ।