Sambad Samakal

Panchayet Election: স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী! তলব তালিকা, কী পরিকল্পনা কমিশনের?

Jul 2, 2023 @ 7:38 pm
Panchayet Election: স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী! তলব তালিকা, কী পরিকল্পনা কমিশনের?

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তেতে উঠেছে গ্রাম বাংলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এলেও আদৌ ভোটকেন্দ্রে জওয়ানদের মোতায়েন করা হবে কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। এই পরিস্থিতিতে রবিবার সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ শুরু করার নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

কমিশনের নির্দেশ অনুযায়ী, গত বারের পঞ্চায়েত ভোটে যে সমস্ত বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছিল, সেই সমস্ত বুথকে স্পর্শকাতর হিসেবে ধরতে হবে৷ এছাড়াও যে সমস্ত বুথে প্রার্থীরা গতবারের নির্বাচনে ৭৫ শতাংশের বেশি ভোটে জিতেছিলেন, সেই বুথগুলিও স্পর্শকাতরের তালিকাভুক্ত হবে।

এদিন রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজও সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। যদিও পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

Related Articles