মাত্র তিন মাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছিলেন ওমপ্রকাশ মিশ্র। এবার সেই প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেই সরাসরি তদন্তের নির্দেশ দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে এই তদন্তের ভার তুলে দিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপ, বিশ্ববিদ্যালয় পরিচালনায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে রাজ্যপালকে রিপোর্ট জমা দেবেন বর্তমানে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন উপাচার্য।