রবিবার সকাল থেকে আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও চড়বে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্তভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ।