ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কথা এখনও সকলের মনে আছে। আর সেই দুর্ঘটনার দায় কার, তা জানতে তদন্ত চালাচ্ছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। জানা যাচ্ছে, সেই তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। দাবি করা হয়েছে, এটি একটি ‘হিউম্যান এরর’। মূলত সিগন্যালিং বিভাগের কর্মীদের মারাত্মক ভুলেই ঘটেছিল এই দুর্ঘটনা।
কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট অনুযায়ী, রেলের সিগন্যালিং ব্যবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিলনা। কর্মীদের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। মূলত পয়েন্ট নির্ধারন সংক্রান্ত বিষয়ে বিচ্যুতি হয়েছিল। রেলের কর্মীদের একাংশের গাফিলতিই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। দোষী সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে রেলের তদন্ত রিপোর্টে।