রাজ্যে পঞ্চায়েত ভোট অবিলম্বে বন্ধ করে জরুরি অবস্থা জারি করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন বেঞ্চ।
এদিন স্পষ্ট ভাষায় হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলা শোনার জন্য উপযুক্ত তথ্য-প্রমাণ নেই। এছাড়াও কোনও রাজ্যে জরুরি অবস্থা জারি করা হবে কিনা, সেই বিষয়টি একান্তই রাজ্যপালের এক্তিয়ারভুক্ত। হাইকোর্ট এই বিষয়ে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না।
প্রসঙ্গত, শ্রীধর বাগারি নামের এক প্রাক্তন সেনা আধিকারিক এই মামলাটি দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে।