পঞ্চায়েত ভোটে যাতে সক্রিয় হতে না পারেন, সেই জন্যই আটকে রাখা হয়েছে অনুব্রতকে! সোমবার বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় ফের এই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে টেলিফোনের মাধ্যমে বীরভূমের কর্মীদের বার্তা দেন তিনি।
সেখানেই ফের দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “কেষ্টর নামে এত বলে, ওর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ হলে আদালতে প্রমাণ করুক! সেটা’তো করতে পারছেনা। আটকে রেখেছে।”
এরসঙ্গেই মমতার অভিযোগ, “অনুব্রত মণ্ডলকে আটকে রাখা হয়েছে, যাতে ও তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।” ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগেও জেলবন্দি অনুব্রতর পাশে থাকারই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।