পঞ্চায়েত ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এরমধ্যেই সোমবার পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিরোধীদের ওপর লাগামহীন অত্যাচার চলছে বলে অভিযোগ। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে মামলাকারীর পক্ষ থেকে। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।