পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তেতে উঠেছে গ্রাম বাংলা। এই পরিস্থিতিতে ৬১ হাজার ভোট কেন্দ্রের মধ্যে স্পর্শকাতর বুথ কতগুলি, কলকাতা হাইকোর্টে সেই তথ্য জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
সূত্রের খবর, মোট ৬১ হাজার বুথের মধ্যে ১০ হাজারেরও কম বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে চলেছে কমিশন। সবথেকে বেশি মুর্শিদাবাদ জেলায় ১০ শতাংশ বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হতে চলেছে। অন্যদিকে, দক্ষিণ চব্বিশ পরগনার ৮ শতাংশ বুথ স্পর্শকাতর হতে চলেছে।
রাজ্য নির্বাচন কমিশনের এই পরিসংখ্যান দেখে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অঙ্গুলিহেলনেই এই ধরনের পক্ষপাতদুষ্ট ও ভ্রান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।