Sambad Samakal

Price Hike: আগুন সবজির বাজার! অভিযানে টাস্ক ফোর্স, স্বস্তি মিলবে কবে?

Jul 3, 2023 @ 1:20 pm
Price Hike: আগুন সবজির বাজার! অভিযানে টাস্ক ফোর্স, স্বস্তি মিলবে কবে?

রাজ্যজুড়ে আচমকাই আগুন সবজির বাজার। হাতে ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারের দামে লাগাম টানতে পথে নামল বিশেষ টাস্ক ফোর্স। সোমবার বিধাননগর, কোলে মার্কেট সহ একাধিক বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

কেনা দাম ও বিক্রির দামের মধ্যে বিস্তর ফারাকের কারণ কি, সেই তথ্যও জানতে চান বিক্রেতাদের কাছে। জানা যাচ্ছে, বাজারের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি সুফল বাংলার স্টলের মাধ্যমে সুলভ মূল্যে সবজি বিক্রিরও ব্যবস্থা করা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।

Related Articles