ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ছাত্রীরাই কেবলমাত্র লরেটো কলেজে ভর্তি হতে পারবেন। বাংলা বা হিন্দি সহ কোনো আঞ্চলিক ভাষায় পড়া ছাত্রীরা এই কলেজে পড়ার সুযোগ পাবেন না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন লরেটো কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে সমালোচনার ঝড় উঠতেই চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করলেন কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, চাপের মুখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলার মানুষের কাছে ক্ষমাও চাইলেন তাঁরা।
বিবৃতিতে লরেটো কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতার যে শর্ত তারা দিয়েছিল, তা ভুল করে দেওয়া হয়েছিল। সেই শর্ত প্রত্যাহার করে নিচ্ছে তারা। আর ওই শর্ত দেওয়ার জন্য বাংলার সমস্ত মানুষের কাছে তারা ক্ষমাপ্রার্থী।
উল্যেখ্য, মঙ্গলবারই লরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর পরই এদিন বেলায় লরেটো কলেজের তরফে নতুন বিবৃতি জারি করা হয়। তাতেই নিঃশর্ত ভাবে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তাঁরা। ওই বিবৃতিতে লরেটো কলেজ কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘কলকাতার লোরেটো কলেজের ঐতিহ্য এবং সেবার ইতিহাস গৌরবময়। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় সার্বিক শিক্ষার পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি যে ভর্তির নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে আমাদের বহুলালিত মূল্যবোধের প্রতিফলন দেখা যায়নি। এই ভুল আমাদের।’’