জমে উঠেছে পঞ্চায়েত ভোটের প্রচার। বুধবার পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর এলাকায় জনসভা করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যে ১২টা রাজ্যে ক্ষমতায় আছেন সেখানে মহিলাদের মাসে হাজার টাকা দেওয়ার জন্য যে কোনও প্রকল্প পারলে শুরু করে দেখান। আমরা এটা করব, ওটা করব বলে ভোট চাইতে আসিনি। কি করেছি তার রিপোর্ট কার্ড হাতে নিয়ে ভোট চাইতে এসেছি।”
এরসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি ও রাজ্য বিজেপি নেতাদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী বড় বড় মিথ্যে কথা বলেন। ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখেননি। আর রাজ্য বিজেপির সুকান্ত-শুভেন্দুরা ছোট ছোট মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”