Sambad Samakal

Nawsad Siddique: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! পাল্টা কী দাবি নওশাদের?

Jul 5, 2023 @ 8:45 pm
Nawsad Siddique: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! পাল্টা কী দাবি নওশাদের?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে নিউটাউন থানায় এফআইআর করেছেন এক তরুণী। এমনকী ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগও দায়ের হয়েছে।

এবার পাল্টা সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন নওশাদ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ঘটনাটিকে সামনে আনা হয়েছে। চক্রান্ত করেই তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত ভোটের আগে এসব করানো হচ্ছে বলে দাবি নওশাদের।

অন্যদিকে, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত দাবি করেছেন, তরুণীর সঙ্গে অত্যন্ত অন্যায় কাজ করেছেন ভাঙড়ের বিধায়ক। ন্যায়বিচারের লক্ষ্যে দল নির্যাতিতা তরুণীর পাশে দাঁড়াবে।

Related Articles