পঞ্চায়েত ভোটে হিংসা রুখতে ফের বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাতে রাজভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভোটের হিংসা রুখতে নয়া শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি তৈরি করা হয়েছে।
রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নয়া কমিটির কাছে ভোট সংক্রান্ত যেকোনও অশান্তির অভিযোগ জানানো যাবে। অভিযোগ পেলেই রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। ভোটের সময় হিংসা-সন্ত্রাসের অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটির পক্ষ থেকে।
রাজভবনের তরফে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে। তাঁর নেতৃত্বেই কলকাতার রাজভবন থেকে পরিচালিত হবে শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি।