নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ বুধবার দ্বিতীয় বারের জন্য ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। এদিন ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি, এমনটাই দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ইতিমধ্যেই বর্ধমানের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন সায়নী ঘোষ। চিঠি লিখে ইডির তদন্তকারী আধিকারিকদের হাজিরা দিতে অপারগতার কথা জানিয়েও দিয়েছেন তিনি। কুণালের আরও দাবি, ইডির কথা অনুযায়ী বিভিন্ন নথি ইতিমধ্যেই সায়নী ঘোষ পাঠিয়ে দিয়েছেন সিজিও কমপ্লেক্সে।