পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বেনজির আক্রমণ শানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস! বৃহস্পতিবার দুপুরে রাজভবনে পিস কনফারেন্স করে কার্যত তুলোধোনা করলেন রাজীব সিনহাকে!
এদিন রাজ্যপাল বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার, আপনি নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু তারপরে রাজ্যের বিভিন্ন প্রাতে কেন এত হিংসার ঘটনা ঘটল! ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদ, বাসন্তী, কোচবিহারে সন্ত্রাস হয়েছে। আপনি কি আদৌ আপনার দায়িত্ব জানেন? তা কি পালন করেছেন? আগামী দিনে কি করবেন? আপনি আপনার কাজের মাধ্যমে রাজ্যবাসীকে হতাশ করেছেন। আপনি নিজের কাজে ব্যর্থ! কে খুনি আপনার জানা উচিত ছিল। নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা উচিত ছিল।”
রাজ্যপালের এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে রাজভবনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে বিজেপি ও বিরোধীদের দালালি করছেন।