হাঁটুতে জল জমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই জল বের করতে বৃহস্পতিবার তাঁর পায়ে ছোট একটি অস্ত্রোপচার করার কথা ছিল আগেই। সেই অনুযায়ী এদিন দুপুর ২টো নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেলেন মমতা।
জানা যাচ্ছে, এই মুহূর্তে সিটি স্ক্যান করা হচ্ছে তাঁর। পরীক্ষা-নীরিক্ষা শেষ হলে ছোট অস্ত্রোপচার করে সাকশান পদ্ধতিতে জলে থাকা জল বের করে দেওয়া হবে। সম্ভবত আজই হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।