শনিবার ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মোট ২২ জেলায় ওই দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি, আধা সরকারি, অধিগৃহীত প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই সিদ্ধান্ত মানতে হবে।
পঞ্চায়েত ভোটের দিন কর্মীদের সবেতন ছুটি দিতে হবে। যাতে তারা নিজেদের নাগরিক অধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন। জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ বি ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।