Sambad Samakal

Rujira Banerjee: ইডির বিরুদ্ধে ফের সুপ্রিমকোর্টে রুজিরা, কী অভিযোগে মামলা?

Jul 6, 2023 @ 12:11 pm
Rujira Banerjee: ইডির বিরুদ্ধে ফের সুপ্রিমকোর্টে রুজিরা, কী অভিযোগে মামলা?

কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। মাস খানেক আগেই অসুস্থ মা’কে দেখতে বিদেশযাত্রার সময়ে তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের দারস্থ হলেন রুজিরা।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করে আবেদন করেন, তাঁকে যেন বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়। কারণ এর আগেও তদন্ত চলাকালীন তিনি একাধিকবার বিদেশ সফর করেছেন। সুপ্রিমকোর্ট এদিন মামলা দায়েরের অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ১২ জুলাই শুনানি শুরু হতে পারে।

Related Articles