শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যজুড়ে হিংসা হয়েছে এই অভিযোগ তুলে বিকেলে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করল সিপিএম সহ বামপন্থী দলগুলো। কয়েক’শো কর্মী-সমর্থকদের নিয়ে এদিন রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা।
তাদের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের অপদার্থতার জন্যই এই রক্তাক্ত নির্বাচন দেখতে হল বাংলার মানুষকে। তাই অবিলম্বে এই মৃত্যুর দায় নিয়ে রাজীব সিনহাকে পদত্যাগ করতে হবে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মুর্শিদাবাদের লালগোলায় ভোটের দিনই মৃত্যু হয়েছে ২ সিপিএম কর্নীর।