ভোটের সকালে ফের মৃত্যুর খবর! পূর্ব বর্ধমানের আউশগ্রামে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু হল কলকাতার এনআরএস হাসপাতালে।
জানা যাচ্ছে, মৃত সিপিএম কর্মীর নাম রাজিবুল হক। আউশগ্রাম ২ নম্বর ব্লকের ওই যুবক শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হল। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।