Sambad Samakal

Panchayet Election: বাগনানে পুকুরে ব্যালট বক্স! বন্ধ ভোট গ্রহণ

Jul 8, 2023 @ 4:17 pm
Panchayet Election: বাগনানে পুকুরে ব্যালট বক্স! বন্ধ ভোট গ্রহণ

ভোট চলাকালীনই তিন তিনটি ব্যালট বক্স ছিনতাই করে ফেলে দেওয়া হল পুকুরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগনানের একটি বুথে। ঘটনার জেরে আপাতত বন্ধ ভোট গ্রহণ। পুকুর থেকে দুটি ব্যালট বক্স উদ্ধার করা গেলেও, খবর লেখা পর্যন্ত একটি ব্যালট বক্স পাওয়া যায়নি। সেটি উদ্ধারের জন্য পুকুরে ডুবুরি নামানো হয়েছে। ঘটনায় পরস্পরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি শুরু করেছে তৃণমূল ও বিজেপি। এই বুথে ভোটের সময় অতিরিক্ত তিন ঘণ্টা বৃদ্ধির দাবি জানিয়েছে তৃণমূল। যদিও বিকেল চারটে পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।

Related Articles