পঞ্চায়েত ভোটের সকাল থেকেই জেলায় জেলায় বেলাগাম সন্ত্রাস! সকাল থেকেই রক্তক্ষয়ী ভোট। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে মৃত্যুর সংখ্যা। শনিবার, ভোটের দিন বেলা ২ টো পর্যন্ত মোট ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। এই পরিস্থিতিতে জায়গায় জায়গায় পুনর্নির্বাচনের দাবি জোরাল হচ্ছে। যদিও সবাইকে অবাক করে দিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলছেন, ভোট মোটের উপর শান্তিপূর্ণ। তবে প্রয়োজন হলে পুনর্নির্বাচন হবে বলে জানান তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার যদিও মেনে নিয়েছেন, জেলায় জেলায় প্রচুর হিংসার অভিযোগ। তিনি জানিয়েছেন, “বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে পুনর্নির্বাচন হবে।”