মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। শনিবার ভোটের সকালেও সেই ছবির কোনও পরিবর্তন হলনা। একাধিকবার সংঘর্ষে জড়ালেন আইএসএফ ও তৃণমূল কর্মীরা। যথেচ্ছ বোমা, গুলি চালানো হয় বলে অভিযোগ।
জানা যাচ্ছে, ভাঙড়ের চকমারিয়ায় সংঘর্ষ হয় তৃণমূল-আইএসএফের। ২ জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।