পঞ্চায়েত ভোটকে কেন্দ্র উত্তপ্ত গ্রাম বাংলা। শেষবেলায় নদিয়ার হাতিশালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালান কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।
জানা যাচ্ছে, এদিন সকাল থেকে হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একদল দুষ্কৃতি বাহিনী। ভোট লুঠ করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে একের একের বোমা মারতে থাকে তারা। পাল্টা গুলি চালায় বাহিনী। এই পরিস্থিতিতে কার্যত ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। ভয়ে বাড়িতে ঢুকে যান সাধারণ ভোটাররা।