Sambad Samakal

Panchayet Election: মুর্শিদাবাদে ফের মৃত্যু ২ বাম-কংগ্রেস কর্মীর! অভিযোগের তির কাদের দিকে?

Jul 8, 2023 @ 1:52 pm
Panchayet Election: মুর্শিদাবাদে ফের মৃত্যু ২ বাম-কংগ্রেস কর্মীর! অভিযোগের তির কাদের দিকে?

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ! ভোটের দিন দুপুরে লালগোলা ও নওদায় মৃত্যু হল ২ জনের। লালগোলায় মৃত্যু হয়েছে ১ সিপিএম কর্মীর ও নওদায় মৃত্যু হয়েছে ১ কংগ্রেস সমর্থকের।

জানা যাচ্ছে, লালগোলায় কংগ্রেসের বুথ এজেন্টের ওপরে চড়াও হয়েছিল বেশ কিছু দুষ্কৃতি। তাকে বাঁচাতে এগিয়ে যান সিপিএম কর্মী রওশান আলি। দুষ্কৃতিদের মারে গুরুতরভাবে আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।

অন্যদিকে, নওদায় এক কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে যাওয়ার সময়ে বুথের সামনেই পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।

Related Articles