পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের দিনহাটা। তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যেই মৃত্যু হল এক বিজেপি কর্মীর।
জানা যাচ্ছে, দিনহাটা ১ নম্বর ব্লকের বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মী চিরঞ্জিত কার্জি সহ অন্যান্যরা। সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতি। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী চিরঞ্জিত কার্জিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।