পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই অশান্ত গ্রাম বাংলা, ঝরছে রক্ত। এই পরিস্থিতিতে নজিরবিহীন ভাবে পথে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকাল ৭টা নাগাদ রাজভবন থেকে নিজের কনভয় নিয়ে বেরোন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্ত এলাকায় তাঁর যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, বাসুদেবপুর যাওয়ার সময়ে কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও বিজেপি কর্মীরা রাজ্যপালের গাড়ি আটকায়। তাঁদের অভিযোগ, এলাকায় ভোট দিতে দেওয়া হচ্ছেনা। আক্রমণ চালাচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনাস্থল থেকেই রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ফোনে অভিযোগ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনের সকালে রাজ্যপালের এই সফর এককথায় কার্যত নজিরবিহীন।