ঠিক সকাল ৭টায় ভোট শুরুর মাত্র দেড় ঘণ্টার মধ্যেই সিল করে দেওয়া হল ব্যালট বাক্স! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসলামপুরে। আগডিমটিখন্তির ৭৮ নম্বর বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন থাকলেও ছাপ্পা ভোট দিয়ে ব্যালট বাক্স সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, সকালে ৩ জন ভোট দেওয়ার পরেই বুথ দখল করে নেয় একদল দুষ্কৃতি। ভোটকর্মীদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দিয়ে অবাধে চলে ছাপ্পা। ফিরিয়ে দেওয়া হয় ভোটারদের। এই ঘটনায় স্থানীয়রা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে।