শনিবার সকালে ভোট শুরুর আগেই নিহত হলেন তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর উত্তরপাড়া এলাকার ঘটনা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
মৃতের নাম ইয়াসিন সেখ, বয়স ৫১ বছর। তিনি সম্পর্কে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শ্বশুর। ভোট শুরুর আগেই বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। বোমা বিস্ফোরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের।