শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলা! বাসন্তী ও কাটোয়ায় ফের ভোট হিংসার বলি ২ জন তৃণমূল কর্মী!
জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ এলাকায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক তৃণমূল কর্মীকে বোমা মেরে হত্যা করা হয়েছে। মৃতের নাম আনিসুর ওস্তাগর। মৃত ব্যক্তি স্থানীয় ৯২ নম্বর বুথের তৃণমূল প্রার্থীর ভাই। এই ঘটনায় অভিযোগের তির নির্দল প্রার্থীর আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বুথ এজেন্ট এক জন তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মৃতের নাম গৌতম রায়। অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূলের বুথ এজেন্ট গৌতম রায়কে বুথের বাইরে এনে বেধরক মারধর করে। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।