Sambad Samakal

Panchayet Election: কত শতাংশ ভোট পড়ল বিকেল পাঁচটা পর্যন্ত? হিংসা নিয়ে কী দাবি কমিশনের?

Jul 8, 2023 @ 6:11 pm
Panchayet Election: কত শতাংশ ভোট পড়ল বিকেল পাঁচটা পর্যন্ত? হিংসা নিয়ে কী দাবি কমিশনের?

আনুষ্ঠানিক ভাবে বিকেল ৫টায় শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। তবে জেলায় জেলায় এখনও চলছে ভোটগ্রহণ পর্ব। লম্বা লাইন রয়েছে বুথর বাইরে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে ৬৬ শতাংশ ভোট পড়েছে। এই হিসেব সময়ের সঙ্গে সঙ্গে বদলাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে এদিন বিকেলে আজব সাফাই দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, “নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য সমস্ত রকমের ব্যবস্থ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। কিন্তু কে কোথায় কাকে গুলি করে দেবে বা মেরে ফেলবে, সেটা’তো আর গ্যারান্টি দিয়ে বলা যায়না!”

Related Articles