Sambad Samakal

Panchayet Election: পঞ্চায়েত ভোটের দিন হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১৭!

Jul 8, 2023 @ 7:44 pm
Panchayet Election: পঞ্চায়েত ভোটের দিন হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ১৭!

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। সন্ধে ৭টা পর্যন্ত একদিনে ভোট হিংসার বলি হলেন মোট ১৭ জন। এর মধ্যে শাসক দলের ১ জন প্রার্থী সহ সমর্থক রয়েছেন ৯ জন। ৪ জন বিজেপির সমর্থক, ২ জন সিপিএম সমর্থক ও ২ জন কংগ্রেস সমর্থক মারা গিয়েছেন।

মুর্শিদাবাদের রেজিনগর, কোচবিহারের তুফানগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, মুর্শিদাবাদের খড়গ্রাম ও বেলডাঙা, মালদহের মানিকচক, নদিয়ার চাপড়া, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, পূর্ব বর্ধমানের কাটোয়ায় মোট ৯ জন তৃণমূল কর্মী-সমর্থকরা খুন হয়েছেন।

কোচবিহারের ফলিমারি ও দিনহাটা, উত্তর দিনাজপুরের ভুজাডাঙা ও হেমতাবাদে মোট ৪ জন বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছেন।

পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মুর্শিদাবাদের লালগোলায় ২ জন সিপিএম সমর্থক খুন হয়েছেন।

মুর্শিদাবাদের নওদা ও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে খুন হয়েছেন ২ জন কংগ্রেস কর্মী।

Related Articles