রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। সন্ধে ৭টা পর্যন্ত একদিনে ভোট হিংসার বলি হলেন মোট ১৭ জন। এর মধ্যে শাসক দলের ১ জন প্রার্থী সহ সমর্থক রয়েছেন ৯ জন। ৪ জন বিজেপির সমর্থক, ২ জন সিপিএম সমর্থক ও ২ জন কংগ্রেস সমর্থক মারা গিয়েছেন।
মুর্শিদাবাদের রেজিনগর, কোচবিহারের তুফানগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, মুর্শিদাবাদের খড়গ্রাম ও বেলডাঙা, মালদহের মানিকচক, নদিয়ার চাপড়া, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, পূর্ব বর্ধমানের কাটোয়ায় মোট ৯ জন তৃণমূল কর্মী-সমর্থকরা খুন হয়েছেন।
কোচবিহারের ফলিমারি ও দিনহাটা, উত্তর দিনাজপুরের ভুজাডাঙা ও হেমতাবাদে মোট ৪ জন বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছেন।
পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মুর্শিদাবাদের লালগোলায় ২ জন সিপিএম সমর্থক খুন হয়েছেন।
মুর্শিদাবাদের নওদা ও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে খুন হয়েছেন ২ জন কংগ্রেস কর্মী।