শনিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। দুপুর আড়াইটে পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। মৃতদের মধ্যে সিংহভাগই শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য-সমর্থক।
জানা যাচ্ছে, এদিন সকাল থেকে মোট ৭ জন তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েঢ়েন এক জন প্রার্থীও। অন্যদিকে, ২ জন বিজেপি কর্মী, ২ জন সিপিএম কর্মী ও ১ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। গুলি, বোমাবাজি, ধারালো অস্ত্রের কোপ, কিছু বাদ যায়নি সকাল থেকে।
যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি। তবে মনোনয়ন পর্বের শুরু থেকে এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।