Sambad Samakal

Suvendu Adhikari: কালীঘাট চলো’র ডাক! কমিশনে তালা ঝোলানোর হুঁশিয়ারি শুভেন্দুর! পাল্টা তোপ কুণালের

Jul 8, 2023 @ 1:21 pm
Suvendu Adhikari: কালীঘাট চলো’র ডাক! কমিশনে তালা ঝোলানোর হুঁশিয়ারি শুভেন্দুর! পাল্টা তোপ কুণালের

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সকাল থেকে ভোট হিংসায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাট চলো’র ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! এমনকী রাজ্য নির্বাচন কমিশনে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিলেন তিনি।

এদিন শুভেন্দু বলেন, “রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের বাহিনী। এই পরিস্থিতিতে কালীঘাট চলো ছাড়া আর কোনও উপায় নেই। গুলি করলে করবে। কে কী বলবে আমি জানি না, আমি সামনে থাকতে রাজি আছি। রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করা উচিত।”

অন্যদিকে, এরপরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট নিয়ে একাধিক অভিযোগ করার পরে কার্যত হুঁশিয়ারির সুরে সন্ধে ৬টার পরে কমিশনের দফতরে তালা লাগিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভোটে হারবে বুঝতে পেরেই এসব কথা বলছে। রাজ্যে ৬১ হাজারেরও বেশি বুথ রয়েছে। সেখানে মাত্র ৪০/৪৫টা বুথে গণ্ডগোল হয়েছে। যেকোনও মৃত্যুই দুঃখজনক। তবে রাজ্যজুড়ে অশান্তি হচ্ছে, একথা ঠিক নয়।”

Related Articles