যেমন কথা, তেমনি কাজ! ফোনে হুঁশিয়ারির পরে ভোট হিংসার অভিযোগে সত্যিসত্যিই কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরের মূল গেটে তালা লাগিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
শনিবার সন্ধে সাড়ে সাত’টা নাগাদ কমিশনের দফতরের সামনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সরাসরি কমিশনের দফতরে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। এমনকী নির্বাচন কমিশনার রাজীব সিনহা’র সঙ্গেও তর্ক জুড়ে দেন শুভেন্দু।
এরপরে বাইরে বেরিয়ে কমিশনের মূল ফটকে তালা লাগিয়ে দেন তিনি। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই তালা খুলে দেন পুলিশকর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিনহাকে কার্যত তুলোধোনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।