পঞ্চায়েত ভোটের সকাল থেকেই উত্তপ্ত গ্রাম বাংলা। ঝরে যাচ্ছে একের পর এক তাজা প্রাণ। এরমধ্যে নবতম সংযোজন নদিয়ার চাপড়া।
জানা যাচ্ছে, চাপড়ার কল্যাণদহ এলাকায় এক তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ তীর কংগ্রেসের বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম আমজাদ আলি। স্থানীয় সূত্রে খবর, ভোট দিতে যাওয়ার সময়ে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতিরা। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৯ জন। যাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।