নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও আপাতত স্বস্তি পেলেননা অভিষেক।
সোমবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, অভিষেকের বিরুদ্ধে তদন্ত করতে পারবে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতির পর্যবেক্ষণ, এই মুহূর্তে তদন্তে কোনও হস্তক্ষেপ, তদন্ত বন্ধ করে দেওয়ার সামিল। তাই আপাতত অভিষেককে কোনও রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়।
তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, সেই নির্দেশ এদিন বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট।