সোমবার সকাল থেকে মোটের ওপরে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। আর এরমধ্যেই নদিয়ায় পাটক্ষেত থেকে উদ্ধার হল নিখোঁজ বিজেপি কর্মীর মৃতদেহ!
জানা যাচ্ছে, শনিবার ভোটের দিন থেকেই নিখোঁজ ছিলেন হরেনগরের পণ্ডিতপুর এলাকার বিজেপি কর্মী অষ্টম মণ্ডল। গত দু’দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। এদিন সকালে বাড়ির কাছেই একটি পাটক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের দিকে।