রাজ্যের পঞ্চায়েত ভোটের পরেই রাজধানী দিল্লিতে উড়ে গিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যপালের। এরমধ্যেই জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করতে চলেছেন বাংলার রাজ্যপাল।
কলকাতার রাজভবন সূত্রে খবর, এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেখা করার পরেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যাবেন সিভি আনন্দ বোস। মনে করা হচ্ছে, বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির কাছেও রিপোর্ট পেশ করবেন তিনি।