Sambad Samakal

Panchayet Election: ভোট হিংসায় আহতদের চিকিৎসা প্রসঙ্গে কড়া অবস্থান! কী নির্দেশ হাইকোর্টের?

Jul 10, 2023 @ 6:30 pm
Panchayet Election: ভোট হিংসায় আহতদের চিকিৎসা প্রসঙ্গে কড়া অবস্থান! কী নির্দেশ হাইকোর্টের?

পঞ্চায়েত ভোটে তুমুল হিংসা নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর সেই মামলায় আহতদের যথোপযুক্ত চিকিৎসার জন্য রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ভোট হিংসায় আহতদের সরকারি হাসপাতাল বা ক্যাম্পে রেখে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সরকার এবিষয়ে নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেনা। যদিও ভোট হিংসায় আহতদের ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন হাইকোর্ট কোনও নির্দেশ দেয়ননি।

মঙ্গলবার রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Related Articles