শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিনে প্রাণ গিয়েছে ১৯ জনের। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে পুনর্নির্বাচন। আর এরমধ্যেই পঞ্চায়েতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজেই সওয়াল করেন তিনি। অধীরের অভিযোগ, হাইকোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী মেতায়েন সহ নিরাপত্তার ব্যবস্থা করেনি কমিশন। কমিশনের এই ভূমিকা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
এছাড়াও পঞ্চায়েত ভোটে মৃতদের দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া, আহতদের সরকারি খরচে যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করা, প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া সহ একাধিক দাবি তুলেছেন অধীর চৌধুরী। এদিন দুপুরেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।