সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের দিনই নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ভালুকা এলাকায় মৃত্যু হল সিপিএম প্রার্থীর শ্বশুরের। অভিযোগ, শনিবার ভোটের দিন ব্যাপক মারধর করা হয়েছিল ওই ব্যক্তিকে। তারপরে এদিন সকালে হাসপাতালে তাঁর মৃত হয়।
স্থানীয় সূত্রে খবর, ভোটের দিন মৃত শুকুর আলি শেখ বোমার আঘাতে জখম হন। এছাড়াও তাঁকে মারধর করে দুষ্কৃতিরা। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শুকুর আলি। পরিবারের সদস্যদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।