সোমবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েতে পুনর্নির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মাঝে ভোটগ্রহণ পর্ব চলছে রাজ্যের ৬৯৬টি বুথে। প্রতিটি বুথের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ বাহিনী।
সকাল থেকে মোটের ওপর শান্তিতেই চলছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোনও জেলা থকেই বড় কোনও ধরনের অশান্তির খবর আসেনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের ভোটদানের জন্য আবেদন জানানো হচ্ছে।